ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 14:1-9 Kitabul Mukkadas (MBCL)

1. স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণকারী মানুষের জীবন অল্পদিনের,আর তা কষ্টে পরিপূর্ণ।

2. সে ফুলের মত ফুটে ওঠে তারপর শুকিয়ে যায়;সে ছায়ার মত চলে যায়, আর থাকে না।

3. এই রকম একজনের উপর কি তোমার চোখ পড়েছে?বিচারের জন্য কি তুমি আমাকে তোমার সামনে আনবে?

4. নাপাক থেকে কেউ কি পাক-পবিত্র কিছু তৈরী করতে পারে?কেউ পারে না।

5. মানুষের আয়ু স্থির করা আছে;তুমি তার মাসের সংখ্যা ঠিক করে রেখেছ;তার সীমা তুমি ঠিক করেছ, সে তা পার হতে পারে না।

6. কাজেই তার দিক থেকে তুমি তোমার চোখ ফিরাও,তাকে বিশ্রাম দাও;দিন্তমজুরের মতই তাকে তার সময় কাটাতে দাও।

7. “গাছেরও আশা আছে;সেটা কেটে ফেললেও আবার গজাবে,তা থেকে আবার নতুন ডাল বের হবে।

8. মাটির মধ্যে তার শিকড় পুরানো হয়ে যায়,তার গোড়া মাটিতে মরে যায়।

9. তবুও পানির গন্ধ পেলে তা আবার গজায়;নতুন চারার মতই আবার তার ডালপালা বের হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 14