ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 12:7-12 Kitabul Mukkadas (MBCL)

7. “পশুদের জিজ্ঞাসা কর, তারা তোমাকে শিখাবে;আকাশের পাখীদের বল, তারাও তোমাকে বলে দেবে;

8. দুনিয়াকে বল, সে-ও তোমাকে শিখাবে;সাগরের মাছেরাও তোমাকে বলে দেবে।

9. এরা সবাই জানে মাবুদের কুদরতীই এ সব করেছে।

10. তাঁরই হাতে সব প্রাণীদের জীবন রয়েছে;সব মানুষের নিঃশ্বাসও তাঁর হাতে আছে।

11. জিভ্‌ যেমন খাবারের স্বাদ নেয়তেমনি কানও কথার পরীক্ষা করে।

12. তোমরা বলে থাক, বুড়ো লোকদের কাছে জ্ঞান পাওয়া যায়আর দীর্ঘ জীবন বুদ্ধির যোগান দেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 12