ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 10:6-11 Kitabul Mukkadas (MBCL)

6. তুমি কি সেজন্যই আমার দোষ খুঁজে বেড়া"ছআর আমার গুনাহের তদন্ত করছ?

7. তুমি তো জান আমি দোষী নইআর তোমার হাত থেকে উদ্ধারকারী কেউ নেই।

8. “তোমারই হাত আমাকে গড়েছে, তৈরী করেছে;এখন তুমি কি ফিরে আমাকে ধ্বংস করবে?

9. মনে করে দেখ, মাটির পাত্রের মত করে তুমি আমাকে গড়েছ;এখন তুমিই কি আবার আমাকে ধুলার মত করবে?

10. দুধের মত করে তুমি আমাকে ঢেলেছআর ছানার মত করে আমাকে জমাট করেছ।

11. আমাকে চামড়া আর গোশ্‌ত দিয়ে ঢেকেছ,হাড় আর মাংসপেশী একসংগে করে আমাকে গড়েছ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 10